28/03/2024 : 5:00 PM
খেলা

প্রতিপক্ষকে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডে সেরেনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২ সেপ্টেম্বর, ২০২০:


রেকর্ড স্পর্শ করা ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে শুরুটা দারুণ হয়েছে সেরানা উইলিয়ামসের। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে রাউন্ডে সরাসরি সেটের জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে নারী এককের প্রথম রাউন্ডে মাত্র দেড় ঘণ্টায় স্বদেশি ক্রিস্টিয়ে অ্যানকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে দেন ৩৮ বছর বয়সী সেরেনা। টুর্নামেন্টে শেষ পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে সাতবারের মতো ইউএস ওপেন জেতা হবে তার। আর ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে স্পর্শ করবেন অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে। প্রথম রাউন্ডে সহজ জয় পাওয়ার পর প্রতিক্রিয়ায় সেরেনা বলেন, “প্রত্যেকটি পয়েন্টে যেভাবে আমি লড়েছি তাতে আমি খুবই খুশি। আমি এখন একটি গ্র্যান্ড স্ল্যামের মাঝ পথে আছি। টুর্নামেন্টটি জয়ের কথা ভাবছি, রেকর্ডের কথা নয়।” সেরেনা দ্বিতীয় রাউন্ডে গেলেও প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন ভেনাস উইলিয়ামস। চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুচোভার কাছে ৬-৩, ৭-৫ গেমে হেরে যান তিনি।

Related posts

ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহত, সেমিফাইনালে নওমি ওসাকা

E Zero Point

অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না ইংল্যান্ড

E Zero Point

শেষ হলো গুসকরা প্রিমিয়ার লিগ ক্রিকেট সিজন-৩

E Zero Point

মতামত দিন