26/04/2024 : 6:08 PM
বিদেশ

ফেস শিল্ডের দাম ৭০ হাজার টাকা!!!

করোনা পরবর্তী ‘নিউ নরমাল’ পরিস্থিতিতে মাস্ক এবং ফেস শিল্ড এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বড় বড় ফ্যাশন হাউস ও ডিজাইনাররাও এসব পণ্য নিয়ে মনোযোগী হয়েছেন।

এর মধ্যে ব্যয়বহুল ও আকর্ষণীয় ফেস শিল্ড বাজারে নিয়ে এসেছে ফরাসি ফ্যাশন হাউস ও বিলাসবহুল পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান লুই ভুটন (এলভি)।

শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাশন ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার অনলাইন

এখন পর্যন্ত অনেকগুলো ব্র্যান্ড আকর্ষণীয় ফেস শিল্ড নিয়ে এসেছে। তবে আলোচনায় এসেছে লুই ভুটনের ফেস শিল্ডটি।

শুধু উৎকর্ষ ডিজাইনই না, দামের দিক দিয়েও সাড়া ফেলেছে ফেস শিল্ডটি।

ফরাসি ফ্যাশন হাউসটি এ সপ্তাহে এক ঘোষণায় ফেস শিল্ডটি বাজারে আনার কথা জানায় এবং এর দাম প্রকাশ করে।

পণ্যটি কিনতে খরচ করতে হবে ৯৬১ ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম ৭০ হাজার টাকার বেশি।

ব্যবহারকারীরা সহজে এ ফেস শিল্ড মাথায় পরতে পারবেন। এর জন্য ব্যবহার করা হয়েছে ইলেস্টিক মনোগ্রামড স্ট্র্যাপ। এ ছাড়া যেভাবে ইচ্ছা ঘুরিয়ে এটিকে সেট করা যাবে। স্বর্ণের পিনযুক্ত ফেস শিল্ডটিতে থাকবে এলভি লোগো।

এটিতে যুক্ত করা হয়েছে ট্রানজিশন লেন্স প্রযুক্তি। ফলে সূর্যের প্রখর রোদ থেকেও প্রশান্তি পাওয়া যাবে।

২০২১ সালের ক্রুজ কালেকশন লেভেলে এ পণ্য বাজারে ছাড়ে লুই ভুটন। ৩০ অক্টোবর বিশ্বজুড়ে কোম্পানিটির স্টোরগুলোতে এ ফেস শিল্ড কিনতে পাওয়া যাবে।

Related posts

বৈশ্বিক অনুদানের তিন নম্বরে আজিম প্রেমজিঃ করোনাকালে ধনীদের দান উপহাস মাত্র

E Zero Point

গির্জায় যৌন নিপীড়নের শিকার হলে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ!

E Zero Point

২৫০০ বছরের পুরোনো কফিন রহস্য-মিশরে

E Zero Point

মতামত দিন