29/03/2024 : 12:16 PM
আমার দেশ

সংশোধিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৫ সেপ্টেম্বর, ২০২০:


দেশের ১৩৬০ টি ব্লকে বর্তমানে র‍্যাপিড মলিকিউলার ডায়গনস্টিক পাওয়া যায়। এরমধ্যে পশ্চিমবঙ্গে আছে ৭৯টি।

২০১৯এর আগস্ট থেকে ২০২০র ১০ই সেপ্টেম্বর পর্যন্ত যক্ষ্মা রোগীর ৬২ শতাংশকে পরীক্ষা করে দেখা যায় তাদের মধ্যে রিফ্যামপিসিন প্রতিরোধ গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গে এই ধরনের রোগীর সংখ্যা ৭১ শতাংশ। ২০১৬ থেকে যক্ষ্মা রোগীর মোট সংখ্যার তালিকা দেখলে দেখা যায় ২০১৬য় এই সংখ্যা ছিল ১৭ লক্ষ ৫৪ হাজার ৯৫৭। ২০২০র জুলাই পর্যন্ত এই সংখ্যা ১০ লক্ষ ৬১ হাজার ৩। পশ্চিমবঙ্গে ২০১৬য় যক্ষ্মা রোগীর সংখ্যা ছিল ৮৯৬৫৬। ২০১৭য় ৯৭২৯৭। আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে একথা জানান।

Related posts

প্রধানমন্ত্রী কেদারনাথ ধামে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেছেন

E Zero Point

বিয়ের মরুশুমে ডিজাইনার পোষাক লঞ্চ

E Zero Point

কৃষক-অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে জয় কিষান আন্দোলনের সিকিম রাজ্য ইউনিট স্থপিত

E Zero Point

মতামত দিন