জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৯ সেপ্টেম্বর, ২০২০:
জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কেরালা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গোপন অভিযান চালিয়ে ৯ জন আল কায়দা জঙ্গিকে গ্রেপ্তার করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকেই ধরা পড়েছেন ৬ জন।
বিশেষ সূত্রে খবর পেয়ে শনিবার সকালে কেরালার এর্নাকুলাম ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১১টি জায়গায় অভিযান চালান এনআইএর কর্মকর্তারা। তাদের গ্রেপ্তার করার পাশাপাশি বোমা তৈরির সরঞ্জাম, দেশি পিস্তল, ধারালো অস্ত্র, ডিজিটাল ডিভাইস, জিহাদি কাগজপত্র উদ্ধার হয়েছে।
এনআইয়ের দাবি, তারা পাকিস্তানে পৃষ্ঠপোষকতা পাওয়া আল কায়দা জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট। তাদেরকে নিজ নিজ রাজ্যের আদালতে তোলা হবে। এই দলটি ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার মাধ্যমে সাধারণ মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন হল নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়ান আহমেদ, আল মামুন কামাল এবং আতিউর রহমান। আর কেরালার এর্নাকুলামের তিন জন হল মুরশিদ হাসান, ইয়াকুব বিশ্বাস এবং মোশারফ হোসেন।