29/03/2024 : 1:41 PM
আমার বাংলাহুগলি

শারদোৎসবের প্রাক্কালে রক্তদানের আনন্দে মাতোয়ারা হলেন বলাগড়ের মানুষ

জিরো পয়েন্ট নিউজ – রূপাঞ্জন রায়, ১৯ সেপ্টেম্বর, ২০২০:


লায়ন্স ক্লাব অফ বলাগড় বর্ষিয়ান লায়ন সদস্য তথা ডিস্ট্রিক্ট 322C1 এর প্রাক্তন ডিসট্রিক্ট গভর্নর স্বর্গীয় লায়ন আশীষ ভট্টাচার্য স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়াজন করা হয়। ১৯/০৯/২০২০ শনিবারে বলাগড় লায়ন্স ক্লাবের উদ্যোগে আজকের শিবির।বর্তমান কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাংক গুলি রক্ত সংকটে ভুগছে,রক্তের অভাবে মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে।

আজ লায়ন্স ক্লাব অফ বলাগড়ের রক্ত দানের মানবিক আহ্বানে সাড়া দিয়ে শতাধিক মানুষ রক্ত দান করলেন,এই শিবিরে ১১০ জন রক্ত দাতা রক্ত দান করেন এর মধ্যে ৮৬ জন পুরুষ ও ২৪ জন মহিলা রক্ত দান করেন। রক্তদাতা দের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন বলাগড় বিধানসভার বিধায়ক অসিম মাঝি, বি.ডি.ও. সমিত সরকার,লায়ন মঞ্জুরী মিত্র লায়ন্স ক্লাব অব বলাগর এর প্রেসিডেন্ট,লায়ন দেবব্রত ভট্টাচার্য সেক্রেটারি লায়ন্স ক্লাব অব বলাগর।এই কঠিন সময়ে এই মহৎ উদ্যোগ প্রশংসনীয়,আজকের রক্ত দান শিবির-রক্তদান উৎসবে পরিনত হয়।রক্তদাতা দের মধ্যে রক্ত দানের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Related posts

স্ত্রীকে কুপ্রস্তাব, প্রতিবাদ জানালে স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা

E Zero Point

জামালপুরে তৃণমূলের উদ্যোগে ত্রিপল ও খাদ্যসামগ্রী দান

E Zero Point

“আরবি”র সামাজিক উদ্যোগ

E Zero Point

মতামত দিন