06/05/2024 : 1:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অনুভূতি স্বেচ্ছাসেবী সংস্থা ও কালীতলা সংঘের যৌথ উদ্যোগে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২০ সেপ্টেম্বর ২০২০:


“সময় তুমি হার মেনেছো রক্ত দানের কাছে,পাঁচটা মিনিট দাঁড়িয়ে গেলে একটি জীবন বাঁচে” |
কথায় বলে, রক্তদান জীবন দান, এ দান মহৎ দান | আর সেই মহৎ দানের ধারাকে এগিয়ে নিয়ে চলা মানুষগুলি আছে বলেই আজ স্বেচ্ছায় রক্তদান শিবির গুলি অনুষ্ঠিত করে রক্তের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে |
রক্তদানের গুরুত্ব, উপকারিতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা কম-বেশি প্রায় সকলেই জানি | আজ তেমনই এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের ৮ নম্বর ওয়ার্ডে | অনুভূতির স্বেচ্ছাসেবী সংস্থা এবং কালিতলা সংঘে যৌথ উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজিত হয়েছে |


কিছু সমাজসেবী তরুণ যুবক ও গুণী ব্যক্তিবর্গ উপস্থিতিতে এই মহৎ কর্ম যজ্ঞে চলছে | স্বেচ্ছাসেবী সংস্থার এক উদ্যোক্তার কথায় জানা যায় যে, তাদের অনুভূতি সংস্থাটি নবীন হলেও আগামী দিনে তারা মানুষের পাশে সব সময় থেকে মানুষের সুখ-দুঃখের ভাগীদার হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান | আজ পুরুষ ও মহিলা মিলে ৫০ জন স্বেচ্ছায় রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন এবং রক্তদান শিবিরের পক্ষ হতে প্রত্যেকজনকে স্মারক হিসেবে চারাগাছ দেওয়া হয় |

Related posts

মেমারিতে শ্রমিক মেলার উদ্বোধন

E Zero Point

মেমারিতে দুয়ারে সরকার এবার বাড়ির অন্দরমহলে

E Zero Point

বেআইনি ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন