25/04/2024 : 3:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

পূর্ব গরীমা হারাচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ প্রতিষ্ঠিত বর্ধমানের মসজিদ, হতাশ ইতিহাসপ্রেমীরা !

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২৮ জুন ২০২১:


হাবসি সুলতান সামসুদ্দিন মুজাফফর শাহ’র পর বাংলার স্বাধীন সুলতান হন আলাউদ্দিন হুসেন শাহ(১৪৯৩-১৫১৯)। তাঁর আমলে পূর্ব বর্ধমান জেলার নতুনহাটে তৈরি হয় একটি মসজিদ । টেরাকোটা সমৃদ্ধ এই ইটের মসজিদ টি ১৫১০ সালে প্রতিস্থাপিত।ভেঙে পড়া হেরিটেজ মসজিদটি সম্প্রতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে । কিন্তু বাস্তবে এই হেরিটেজের ধ্বংস সাধন করা হচ্ছে বলেই মত ইতিহাস বিশেষজ্ঞদের ।

কাঠামোর গায়ে সিমেন্টের প্রলেপ দিয়ে কোনোরকমে ঢেকে দেওয়া হচ্ছে, হারিয়ে যাচ্ছে দেওয়ালের গায়ে থাকা সুন্দর পোড়ামাটির কাজ গুলি, ইতিহাসবিদ সর্বজিৎ যশ বলেন “এর বিরুদ্ধে প্রতিবাদ কারা দরকার, সকলে প্রতিবাদ করুন এই অবিজ্ঞানিক সংস্কারের বিরুদ্ধে। প্রশাসনের ঐতিহাসিক দিক মাথায় রেখে সংস্কারের পথে যাওয়া উচিৎ ছিল” ; প্রশাসন কি ভাবে এমন অবিজ্ঞানিক সংস্কারের পথে হাঁটল সেটাই ভাবাচ্ছে ইতিহাসপ্রেমীদের !

Related posts

গুমনানী বাবা আসলে কে? নেতাজী গবেষকদের নিয়ে সুভাষিত বর্ধমান

E Zero Point

কংগ্রেসের “কৃষক অধিকার দিবস” পালন গলসিতে

E Zero Point

লকডাউনে মৃৎশিল্পীদের অবস্থা আশঙ্কাজনক

E Zero Point

মতামত দিন