28/03/2024 : 2:46 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আরোগ্য কামনা করে পুজো দিলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২৬ সেপ্টেম্বর ২০২০:


ফের রাজ্যের কোনও মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন | এবার করোনা পজিটিভ হলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী | বৃহস্পতিবার রাতে রিপোর্ট পাওয়ার পর থেকে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি | আপাতত তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে |
এদিকে, একইসঙ্গে মারণভাইরাসের কবলে পড়েছেন শুভেন্দু অধিকারীর মা গায়েত্রীদেবী | তাঁকে নিয়েই মূলত উদ্বেগ বেড়েছে অধিকারী পরিবারের | আপাতত কোলাঘাটের গেস্টহাউজে আইসোলেশনে রয়েছেন শুভেন্দু অধিকারী | তাঁর বৃদ্ধা মা-ও চিকিত্সাধীন বলে জানা গিয়েছে |
অধিকারী পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, যাহারা এ ক’‌দিনে শুভেন্দু অধিকারীর সংস্পর্শে এসেছে তারা যেন সকলেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলে |


শুভেন্দু অধিকারী করোনা নিয়ে এলাকার মানুষকে সচেতন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন | লকডাউন চলাকালীন হাজার-হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন |
করোনা সংক্রমণ থেকে রাজ‍্য বাসীকে বাঁচাতে মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরা পথে নেমে সাধারণ মানুষজনকে সচেতন করে গিয়েছেন | তবু করোনার থাবা থেকে রেহাই পেলেন না করোনা যুদ্ধে সামিল হওয়া মন্ত্রী শুভেন্দু অধিকারী |
দাদা অর্থাৎ শুভেন্দু অধিকারীর আরোগ্য কামনায় বিভিন্ন জেলায় মন্দিরে মন্দিরে পূজা পাঠ শুরু করে দিয়েছে দাদার অগণিত ভক্ত |
আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার শুভেন্দু অধিকারীর অনুগামীরা যারা “দাদার অনুগামী” বলে পরিচিত, তারা আজ মেমারির কালী তলার কালী মন্দিরে পূজা দিয়ে ও হোম যজ্ঞ করে মাননীয় শুভেন্দু অধিকারী ও তার মায়ের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করলেন | মেমারি বিধানসভার অনুগামী পরিবারের পক্ষ সুজন সর্দার বলেন “দাদা এবং জ্যাঠাইমার অসুস্থতা তাদের কাছে , বাংলাবাসীর কাছে অত্যন্ত বেদনা দায়ক | তাই দাদা এবং জ্যাঠাইমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন , সদা বাংলাবাসী প্রার্থনা করছে প্রতিনিয়ত | আপনি আবার আলোর দিশারী হয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথ দেখান | আপনার আদর্শ , আর্শীবাদ ও অনুপ্রেরণা আগামীদিনে আমাদের তথা বাংলাবাসীর চলার পথের পাথেয় হোক

Related posts

গুরু পূর্ণিমা পালন কল্পতরু ভবনে

E Zero Point

পাণ্ডুয়ার বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে ৫০০ বৃক্ষরোপন

E Zero Point

পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শহীদ দিবস পালন

E Zero Point

মতামত দিন