আলেক শেখঃ গত ৮ জুন– ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে সোমবার কালনা ও পূর্বস্থলিতে গলায় বিভিন্ন দাবির পোষ্টার ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা | কালনা কলেজ গেটে বিক্ষোভ দেখান হয় | ভারতের ছাত্র ফেডারেশন পূর্বস্থলী লোকাল কমিটির অন্তর্গত নিমদহ ইউনিটের পক্ষ থেকেও বিক্ষোভ দেখানো হয় | ছাত্ররা প্রশ্ন তোলে সিলেবাস শেষ হয়নি পরীক্ষা দিতে হবে কেনো ? তারা দাবি করে শারীরিক দূরত্ব বজায় রেখে পঠনপাঠন শুরু করতে হবে। দ্রুত আগের পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এই সেমিস্টারে ফি মকুব করতে হবে । এই অবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধ রাখতে হবে | যাদের কাছে কোনো ধরনের অনলাইন পরিষেবার ব্যবস্থা নেই, তাদের কাছে স্টাডি মেটিরিয়ালের হার্ড কপি পৌঁছে দিতে হবে |