স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনা মহামারীর প্রকোপ বিভিন্ন ধর্মের উৎসব-পার্বনে প্রভাব ফেলেছে। লকডাউনের বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমনের হাত থেকে বাঁচার লক্ষ্যে ধর্মীয় সংগঠনগুলো তাদের কার্যরীতি স্থগিত রেখেছে কিন্তু অসহায় দরিদ্রের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেরকমই মেমারি মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায় প্রতি বছর গণেশ পাগলের উৎসব আয়োজিত হয়। কিন্তু এবারে লকডাউনের বিধিনিয়মে ধর্মীয় সমাবেশ স্থগিত রেথে গণেশ পাগলের উৎসব উপলক্ষে মহেশডাঙ্গা, পাল্লা, চাচাঁই এলাকার অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী প্রদান করা হল উৎসব কমিটির পক্ষ থেকে।