24/09/2023 : 6:57 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা আদালত আগামী বৃহস্পতিবার থেকে খুলছে

আলেক শেখঃ সাত জন বিচারক ও ১০ জন আইনজীবীর মধ্যে  এক আলোচনায় সোমবার সিদ্ধান্ত হয় আগামী ১১ জুন বৃস্পতিবার থেকে কালনা আদালত খুলবে | বার এসোসিয়েশনের পক্ষ থেকে তরুণ আইনজিবি পার্থসারথী কর  জানান–  আদালত খোলার ব্যাপারে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা হয়েছে |   ১) আদালত স্যানিটাইজ করা হবে ২) সামাজিক দূরত্ব  মেনে কাজ করা হবে ৩) আদালতে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হবে ৪) বিচারপ্রাথীদের আদালতকক্ষের ভিতর প্রবেশ সম্পুর্ন  নিষিদ্ধ ৫) আদালতের মধ্যে  দুজন আইনজীবী ছাড়া  প্রবেশ  নিষিদ্ধ ৬) খুব জরুরি বিষয়  ছাড়া শুনানি হবে না |  জামিন দরখাস্ত, ইনজাংসান শুনানি |

Related posts

পারুলিয়া রিলায়েন্স ক্লাবের নেতাজী জন্মজয়ন্তী

E Zero Point

মেমারি সাতগেছিয়াতে রামনবমী পালন

E Zero Point

মঙ্গলকোটের চানকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

E Zero Point

মতামত দিন