28/03/2024 : 5:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় শিক্ষক মন্ডলী

জিরো পয়েন্ট নিউজ – মোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদ, ৯ অক্টোবর, ২০২০:


নদী ভাঙন মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের সমস্যা এবং এই গঙ্গা ভাঙন জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষিত কিন্তু সমস্যার স্থায়ী সুরাহা কিছুতেই হচ্ছে না; প্রত্যেক বছর শুধু টাকা বরাদ্দেরই কথা শোনা যায়। এই বছর বর্ষা শুরু হতেই সামসেরগঞ্জে ব্যাপকহারে ভাঙন শুরু হয়। ফলে ধানঘরা, ধুসরী পাড়া এবং প্রতাপগঞ্জের প্রায় ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

অনেক বাড়ি ইতিমধ্যে গঙ্গার গ্রাস কবলে চলে গিয়েছে। চারিদিকে শুধু হাহাকার। সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আজ নিমতিতা অঞ্চলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আজ,শুক্রবার নিমতিতা জি ডি ইনস্টিটিউটে ৩০০ মানুষজনকে খাওয়ানোর ব্যাবস্থা করেন এবং তারা তাদের ফান্ড থেকে চারদিন দুবেলা খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করেছেন।

Related posts

পাণ্ডুয়াতে ইটাচুনা চক্রের সমস্ত বিদ্যালয়ে মিড ডে মিলে ও আইএফএ ট্যাবলেট বিলি

E Zero Point

মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

E Zero Point

প্রবল বৃষ্টিতে মাথায় হাত – মিনি কুমোরটুলির প্রতিমা শিল্পীদের

E Zero Point

মতামত দিন