19/04/2024 : 12:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ-এর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ১৮ জানুয়ারি ২০২২:


প্রয়াত নারায়ণ দেবনাথ। বাংলা কমিকসের দুনিয়ায় ইন্দ্রপতন। প্রায় ২৫ দিনের লড়াই শেষ! মঙ্গলবার মিন্টো পার্কের একটি নার্সিংহোমে সকাল ১০টা ১৫ মিনিটে প্রয়াত হন তিনি। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন ৯৭ পার করা শিল্পী-সাহিত্যিক। হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টের স্রষ্টাকে সুস্থ করে তুলতে কোনও ত্রুটি রাখেননি চিকিৎসকরা। কিন্তু বয়সের কারণে কিছুটা সমস্যা হচ্ছিলই। মঙ্গলবার আপামর বাঙালি হারাল তাদের প্রিয় বাঁটুল-স্রষ্টাকে।


মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশিষ্ট শিশুসাহিত্যশিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে শোক প্রকাশের পাশাপাশি তার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানালো উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।


এদিনের এই শোক জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জ্ঞাপন করেন মেমারি ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি
বসন্ত রুইদাস, সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, শিক্ষা কর্মদক্ষ আব্দুল হালিম, মেমারি ১ নম্বর ব্লকের পিডিও, বিআইও, খাদ্য দপ্তর আধিকারিক কমল কুমার সরকার, ডিইও শুভেন্দু সাঁই ও অন্যান্য উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

Related posts

পূর্বস্থলী স্টেশনে চলছে জোড় কদমে প্রস্তুতি

E Zero Point

মেমারি বসন্ত উৎসবের মাধ্যমে পথচলা শুরু হলো মেমারি স্পোর্টস অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

E Zero Point

নতুন প্রজন্মের জন্য সেটটপ বক্স নিয়ে এল সিটি নেটওয়ার্কস লিমিটেড

E Zero Point

মতামত দিন