19/04/2024 : 6:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শ্রমিক সভা নাদনঘাটে

আলেক শেখঃ কলকডাউনের অজুহাতে মজুরি কমিয়ে দেওয়ার প্রতিবাদে তাঁত শ্রমিকদের আন্দোলন শুরু হয়েছে | সেই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষেই গত ৮ জুন সোমবার নাদনঘাট থানার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ফকীরতলায়  তাঁত শ্রমিকদের একটি সভা অনুষ্ঠিত হয় |  সি আই টি ইউ অনুমোদিত পূর্ব বর্ধমান জেলা  তাঁত শ্রমিক ইউনিয়নের পূর্বস্থলী এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন– সংগঠনের জেলা সম্পাদক তাপস চ্যাটার্জী, সিটুর পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সুকান্ত কোনার, বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা, অলোক দেবনাথ প্রমুখ | সভা পরিচালনা করেন– সংগঠনের সহ সভাপতি প্রবীর মজুমদার | বক্তারা বলেন– লকডাউন উঠে যেতেই তাঁতের কারখানাগুলো মালিকরা খুলে শ্রমিকদের মজুরি কম দিতে চাইছে |  কিন্তু শ্রমিকরা লকডাউনের আগের  মজুরিতেই কারখানা চালাতে হবে দাবি তুলে আন্দোলন শুরু করেছে |  আমরা মনে করি– শ্রমিকরা ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন করছে | এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে বলতে চাই–এই আন্দোলনে শ্রমিকরা জয়ী হবেই | ইতিমধ্যেই দুই জন মালিক তাঁত শ্রমিকদের দাবি মেনে নিতে ইচ্ছা প্রকাশ করেছেন | বক্তারা আরো বলেন– এই বিষয়ে ইতিমধ্যেই পূর্বস্থলী-১ বিডিও এবং লেবার কমিশনারকে তাঁত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় |  মালিক, শ্রমিকদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করার জন্য একসপ্তাহ সময় চেয়েছেন লেবার কমিশনার | বিধায়ক প্রদীপ কুমার সাহা বলেন–আমিও রাজ্য লেবার কমিশনারকে চিঠি লিখেছি– বিষয়টি দ্রুত মীমাংসার জন্য |  মীমাংসা না হওয়া পর্যন্ত তাঁত শ্রমিকদের লড়াইটা চালিয়ে যেতে হবে | আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদিন পূর্বস্থলী-১ এবং পূর্বস্থলী-২ ব্লকের তাঁত শ্রমিকদের নিয়ে একটি ২৩ জনের সমন্বয় কমিটি গঠিত হয় | এই কমিটির সভাপতি ও সম্পাদক হন যথাক্রমে  প্রবীর মজুমদার ও আলোক দেবনাথ |

সভা শেষে ফকিরতলা থেকে মিছিল করে তাঁত শ্রমিকরা পূর্বস্থলী-১ বিডিও দপ্তরের সামনে এসে এস টি কে কে সড়ক অবরোধ করেন | প্রশাসন এসে বিষয়টি দেখার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকরা | সর্বশেষ খবর বিষয়টি আলোচনার জন্য আগামী বুধবার কালনা আসিট্যান্ট লেবার কমিশনার ডেট দিয়েছেন |

Related posts

বাগিলা ও পাল্লারোড ষ্টেশনে মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের বিক্ষোভ

E Zero Point

মেধাবী ছাত্র সোমেশ্বর দাসকে বামপন্থী সংগঠনের সংবর্ধনা

E Zero Point

হাইকোর্টের নির্দেশে নিয়োগ বাতিল মেমারির ইতিহাস শিক্ষকেরঃ তালিকায় শেষের দিকে নাম থাকার পরও ২ বছর শিক্ষকতা জামালপুরের স্কুলে

E Zero Point

মতামত দিন