19/04/2024 : 10:07 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

চারমাস নিষ্প্রদীপ গোবরডাঙার ১ ও ২ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  গোবরডাঙ্গা, ২৬ সেপ্টেম্বর, ২০২০:


আম্ফান কাণ্ডের পর প্রায় চার মাস কেটে গেছে কিন্তু এখনও নিষ্প্রদীপ গোবরডাঙ্গা পৌরসভার অন্তর্গত এক নম্বর দুই নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট।এক নম্বর ওয়ার্ডের গৈপুর চৌমাথা থেকে গোবরডাঙ্গা কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি রাত নামলেই নিঃসীম অন্ধকারে ডুবে থাকে।একই অবস্থা দুই নম্বর ওয়ার্ডের গোবরডাঙ্গা কলেজ থেকে গোবরডাঙা হাসপাতাল পর্যন্ত রাস্তার ।দুটি রাস্তার একটা বিশাল অংশ জুড়ে প্রায় জনবিহীন।রাস্তাও খানাখন্দে ভরা সুতরাং সাধারণ পথচারীদের জীবন প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে।স্থানীয় কর্তাব্যক্তিদের বিষয়টি নজরে নেওয়া এখন পর্যন্ত কোনো ফল মেলেনি।এমনিতেই বর্ষার জল জমছে বিভিন্ন এলাকার রাস্তায়।

তারপর সাপের উপদ্রব ও বেড়েছে।উদ্বেগের মধ্যে আছেন গোবরডাঙ্গা পৌরসভার ১নম্বর দুই নম্বর ওয়ার্ডের এই রাস্তা গুলো যারা ব্যবহার করেন,এরকম কয়েক হাজার মানুষ।আগামীতে বড় আন্দোলনের জন্য জোট বদ্ধ হচ্ছে এলাকার ছাত্র-যুবরা জানালেন বামপন্থী ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃবৃন্দ।

Related posts

গ্রামের ঢালাই রাস্তার উদ্বোধন

E Zero Point

বাসের সাথে ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু মেমারিতে

E Zero Point

কালনায় আগামী বাংলা গঠনে বুদ্ধিজীবিদের সমাবেশ

E Zero Point

মতামত দিন