29/03/2024 : 2:40 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

চুড়িদারের সঙ্গে মাস্ক ফ্রি

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৯ সেপ্টেম্বর, ২০২০:


চারিদিকে করোনা ভাইরাসের জন্য মানুষ জর্জরিত, কিন্তু বাঙালির বড় উৎসব দুর্গা পুজো, মুখ্যমন্ত্রীর নির্দেশে সবরকম বাধা নিষেধ মেনে এবার দুর্গা পুজো হবে। দুর্গা পুজোতে মাস্ক তো পড়তেই হবে, তাই শারদীয়াতে এবার উঠে এলো ফ্যাসানেবেল মাস্ক, চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে মাস্ক,দর্জি তার অভিনব কলাকুশলতায় করোনা ভাইরাসের মতন মারণ রোগের থেকে বাঁচতে চুড়িদারের সঙ্গে ম্যাচিং করা মাস্ক শারদীয়াতে নতুন উপহার তুলে দেবেন মহিলাদের।

কালনার এক পোষাক ব্যবসায়ী জানান, চুড়িদারের সঙ্গে মাস্ক ফ্রি দেওয়া হচ্ছে। করোনা ভাইরাস নিয়ে মানুষ এখনও সচেতন নয়। প্রায় পথেঘাটে সকলকে দেখা যাচ্ছে, সবসময় মাস্ক ছাড়া থাকতে। তাই পুজোর সময় যদি নতুন ম্যাচিং করা চুড়িদারের সঙ্গে মাস্ক মানুষের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া যায়, তাহলে অনেক মানুষ আগ্রহ সহকারে মাস্ক পড়বে।

Related posts

মেমারিতে জলে ডুবে মৃত্যু

E Zero Point

Breaking News: মহারাষ্ট্র থেকে ফিরে গলসিতে করোনা পজিটিভ

E Zero Point

পুরসা হাসপাতালে করোনার লালা পরীক্ষা

E Zero Point

মতামত দিন