17/04/2024 : 5:14 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

এক বছরে কোনো নেতাকে আসতে দেখিনিঃ কুরবান কাণ্ডে ক্ষোভ উগরে দিলেন কুরবানের স্ত্রী

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, পাঁশকুড়া, ৭ অক্টোবর ২০২০:


গত বছর আজকের দিনে দুর্গাপূজার নবমীর রাতে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নিজের গ্রামে মাইসোরা নিজের পার্টি অফিসে দুষ্কৃতীদের গুলিতে মারা গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের ব্লক সহ সভাপতি কুরবান শাহ। উৎসবের রাত পাঁশকুড়া এলাকায় নেমে এলো বিষাদের সুর। তমলুক হাসপাতাল থেকে ময়নাতদন্তকে কুরবান শাহ মৃতদেহ বাড়িতে পৌঁছে দেয় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর কুরবান হত্যাকাণ্ডে পুলিশ বিজেপি নেতা আনিসুর রহমান সহ সুপারি কিলার সহ 8 জনকে গ্রেফতার করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে আরো জড়িত মাইসোর অঞ্চলের পঞ্চায়েত সদস্য স্বামী শীতল মান্না ও গোলাম মেহাদি (কালু)।

কেটে গিয়েছে এক বছর। আজ কুরবান শা মৃত্যু দিন। নিহত কুরবান শা স্ত্রী তথা মাইসোরা অঞ্চলের প্রধান সাইদা সাবিনা বানু খাতুন অভিযোগ করেন যে মারা যাবার সময় অনেক নেতা এসে প্রতিশ্রুতি দিয়েছেন ,কিন্তু এক বছরের কোন নেতা যোগাযোগ করেনি। আমার স্বামী রাজনীতির জন্য মারা গিয়েছেন। মারা যাবার পর পার্টির কোনো নেতাদের আমার ছেলে মেয়ে কেমন আছে জিজ্ঞেস করতে আসেনি। এক বছর হয়ে গেছে কিন্তু এখনও পুলিশ দোষীদের শাস্তি দিচ্ছে না কেন। খুনের সাথে অভিযুক্ত এখনো দুজনকে কেন পুলিশ ধরতে পারেনি। আমার মনে হয় ওদের দুজনকে বড় কেউ সাপোর্ট করছে। না হলে ওদের দুজনের কি ক্ষমতা রয়েছে যে পুলিশ এক বছর ধরে ধরতে পারছে না। নিহত কুরবান শা স্ত্রীর অভিযোগ তুলেছে পুলিশের গাফিলতির কারণেই এখনো দুজন জেলের বাইরে ঘুরছে। যদিও কুরবান শা দাদা আফজাল শা বলেন যে পুলিশ পুলিশের কাজ করছে। আমরা পুলিশের কাছে অনুরোধ করব যে বাকি দু’জনকে দ্রুত গ্রেফতার করুন।

Related posts

সম্প্রীতির লক্ষ্যে ঈদের খুশি ভাগ করে নিল মেমারি শহরের দুই তৃণমূল নেতা

E Zero Point

পোস্টমর্টেম কর্মীর হাত থেকে সংবর্ধনা নিলেন জয়ী প্রার্থী

E Zero Point

শহিদ দিবসকে সামনে রেখে তৃণমূলের মিছিল মেমারিতে

E Zero Point

মতামত দিন