26/04/2024 : 2:17 PM
বহরমপুর

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা একবছর অতিক্রান্ত, অভিযুক্তের জামিন খারিজ করলেন বিচারক

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৮ অক্টোবর, ২০২০:


আজ অভিশপ্ত সেই ৮ইঅক্টোবর। গত বছর আগে আজকের দিন ছিল বিজয়া দশমির দিন। ৮ই অক্টোবর বিজয়া দশমীর দিনে ভর দুপুরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ঘটেছিল নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা। আর যার ফলে নৃশংস ভাবে মৃত্যু হয় জিয়াগঞ্জের বাসিন্দা পেশায় শিক্ষক, বন্ধুপ্রকাশ পাল, তার সন্তানসম্ভবা স্ত্রী, বিউটি পাল ও তাদের এক সন্তান অঙ্কন পাল।

আজকের দিনেই এই বাড়ির ভিতরেই নির্মমভাবে পরপর তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। পরে ঘটনাস্থলে পৌছায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা,এবং সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা। অপরাধীর কঠোর সাজার দাবিতে সোচ্চার হয়েছিল গোটা রাজ্য তথা দেশবাসী। পরে ঘটনার তদন্তে নেমে উৎপল বেহারা নামের মূল এক অভিযুক্তকে গ্ৰেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত উৎপল বেহালা কে লালবাগ মহকুমা আদালতে তোলা হয় এবং তার জামিনের আবেদন খারিজ করলেন বিচারক সঞ্জয় মিশ্র। এবং পরবর্তী সাক্ষি সুনানীর জন্য দিন ধার্য করেছেন তিনি। এক বছর পরেও ধৃত উৎপল বেহারা শাস্তি দাবিতে সোচ্চার জিয়াগঞ্জ বাসী।

 

Related posts

বহরমপুরে ‘ক্যামেলিয়া’ সংস্থার ভাগীরথী সাংস্কৃতিক উৎসব

E Zero Point

বহরমপুরে বিজেপির সাংগঠনিক আলোচনায় দিলীপ ঘোষ

E Zero Point

বহরমপুর পঞ্চানন তলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর রেলগেটের কাজ চলার জন্য সমস্ত রকম যান চলাচলে স্থগিত আজ্ঞা

E Zero Point

মতামত দিন