জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, বহরমপুর, ৪ ডিসেম্বর, ২০২০:
বহরমপুর সদর ট্রাফিক মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে সমস্ত রকম পণ্যবাহী যানবাহন, বাস ও ছোট গাড়ির ড্রাইভারদের জানিয়েছেন যে আগামী ২৭ ডিসেম্বর ২০২০, ১১ ডিসেম্বর ২০২০, ১৪ ই ডিসেম্বর ২০২০, এবং ১৮ ডিসেম্বর ২০২০। এই দিনগুলি রাত্রি আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে বহরমপুর পঞ্চানন তলা রেলগেট রাস্তা ও রেললাইন (নং -১৩২) মেরামতের কাজের জন্য।
যেসব গাড়ি গুলি ফারাক্কা থেকে কলকাতাগামী সেই গাড়ি গুলিকে নির্দেশ দেয়া হচ্ছে তারা মোরগ্রাম থেকে পাঁচগ্রাম খরগ্রাম কুলিয়া ফুটিসাকো হয়ে সাত নম্বর রাজ্য সড়ক ধরে বর্ধমানের দিকে যাবে অন্যদিকে নলহাটি ও সিউড়ি থেকে কলকাতাগামী গাড়ি গুলি নাগপুর চেকপোস্ট থেকে পাঁচগ্রাম খরগ্রাম কুলি ফুটিসাকো হয়ে বর্ধমানের দিকে চলে যেতে পারবে। বহরমপুর সদর ট্রাফিক মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক এর পক্ষ থেকে সকল গাড়ি চালক এর কাছে আবেদন রেখেছে এই বিজ্ঞপ্তিটি মেনে চলার জন্য।