29/03/2024 : 9:23 PM
করোনাকালে দুর্গাপুজো

করোনার জন্য একাধিক সর্তকতা নিমতলার লোচন মাতা দুর্গাপুজোয়

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১১ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলীর ১ নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের লোচন মাতার পুজো এ বছর জৌলুসহীন। কথিত আছে পুজোর প্রতিষ্ঠাতা এক গরিব ব্রাহ্মণ সেই সময়ও এক দুর্ভিক্ষের সময় টাকার অভাবে পুজো বন্ধ হয়ে যাচ্ছিল। সেই সময় দেবীর স্বপ্নাদেশে ওই ব্রাহ্মণ আদেশ শুধুমাত্র থড়ের নৈবেদ্য দিয়ে পুজো করার জন্য। সেই মতন প্রতি বছরই এমনি নৈবেদ্য সাথে থরের নৈবেদ্য দিয়ে পুজো হয়ে আসছে এই লোচন মাতার। কিন্তু এ বছর সেই এক মহামারীর সম্মুখীন হয়েছে দেশবাসী। সেই কারণে পুজো উদ্যোক্তারা একাধিক সতর্কতা অবলম্বন করছেন। প্রত্যেক পুজোর উদ্যোগ পুজো দিতে আসা মানুষজনকে অবশ্যই মাস্ক পড়ে আসতে হবে। নেওয়া হবে না বাইরের কোনও পুজোর ডালা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বন্ধ রাখা হয়েছে এ বছর। প্রতি বছর জাঁকজমক করে দেবীর বিসর্জনের আয়োজন করা হয় কিন্তু করোনা আবহে এ বছর সেটিকেও বাদ রাখা হয়েছে। পুজো উদ্যোক্তারা জানান দেবীর কাছে এ বছর শুধু একটাই প্রার্থনা করোনা মহামারী থেকে এলাকাবাসীকে মুক্ত রাখুক দেবী। সবকিছু ঠিক থাকলে আগামী বছর ধুমধামের সাথে করা হবে পুজো।

 

মতামত দিন