24/04/2024 : 2:07 AM
গ্রামবাংলার দুর্গাপুজো

সম্প্রীতির বার্তাঃ মুসলিম ভাইয়ের আর্থিক সহযোগিতায় তৈরি হল দুর্গা মন্দির

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মঙ্গলকোট, ১১ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোটের শিমুলিয়া চটিতে দীর্ঘ ২৭ বছরের পুরাতন একটি দুর্গা মন্দির ছিল। প্রথমদিকে তাল পাতার ছাউনি করে দূর্গা পুজা হত।

এরপর এ বছরে সেই দুর্গা মন্দির সংস্কার করে নতুন দুর্গা মন্দির তৈরি হবে ঠিক করা হয়। এই খবর শিমুলিয়া চটিকে ছড়াতেই সকল ধর্মের মানুষ এগিয়ে আসেন। শিমুলিয়া চটি সর্বজনীন দূর্গামন্দির দেখাশোনা করেন সবুজ সংঘ ক্লাব।

সভাপতি তারক নাথ ঘোষ জানান, এই দুর্গা মন্দির তৈরি করতে সকল ধর্মের মানুষ এগিয়ে এসেছেন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বশিরুল হকের নাম বাদ দেওয়া যায় না ।তার কারণ মন্দির তৈরিতে করতে সর্বপ্রথম এগিয়ে এসেছিলেন। এই মন্দির তৈরি করতে আর্থিক সাহায্য করেন।

এরকম অনেক মুসলিম ভাইয়ের আর্থিক সাহায্যের আমাদের এই দুর্গামন্দিরে বছর নির্মাণ হলো।
এই দুর্গামন্দিরের ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করলেন মঙ্গলকোট ব্লক আইসিডিএস এর চেয়ারম্যান অপূর্ব চৌধুরী।

অপরদিকে বাশিরুল হক জানান, গোটা দেশে কিছু মানুষ সাম্প্রদায়িকতা নিয়ে অশান্তি সৃষ্টি করছে আমি কবি কাজী নজরুলের সেই কবিতা ধরে বলি “মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান”। তাই এই মন্দির রং করতে যে আর্থিক সাহায্য লেগেছে সেটা আমি দিয়েছি।

তাই সম্প্রীতির এক নজির দেখল মঙ্গলকোট বাঁশি।

মতামত দিন