23/04/2024 : 2:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে গুপ্ত বাড়ি লক্ষীপূজা সর্বজনীন পূজার রূপ নিয়েছে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৩০ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার গ্রাম পঞ্চায়েতের রামপুর গুপ্তা বাড়ির পূজা এবছর ৬৫ বছরে পদার্পণ করল।

আজ থেকে ৬৫ বছর আগে গুপ্তা বাড়ির ঈশ্বর শিব দাশগুপ্ত তিনি পাশের গ্রাম কাশিপুর থেকে লক্ষ্মী ঠাকুর কিনে আনেন। একটি ঝুড়িতে লক্ষী ঠাকুরকে ভরে মাথায় করে বাড়িতে এনে প্রতিষ্ঠা করেছিলেন । তখন থেকেই হয়ে আসছে গুপ্ত বাড়িতে লক্ষ্মীপুজো। বর্তমানে এই পুজো গ্রামের সর্বজনীন পুজা রূপ নিয়েছে।

বিশ্বনাথ গুপ্ত জানান, প্রতিবছরই মহা ধুমধামে পালিত হয় গুপ্ত বাড়ির লক্ষ্মী পূজা, নামটা গুপ্তা বাড়ির লক্ষ্মী পূজা হলেও বর্তমানে এই পূজা সর্বজনীন রূপ নিয়েছে।
গ্রামের সকল মানুষ এই পুজোয় অংশগ্রহণ করেন। প্রায় ১১০ জন দুস্থ গরিব মানুষকে বস্ত্র বিতরণ করা হলো আজ।
প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছর করোনাভাইরাস এর জন্য তা করা হচ্ছে না।

Related posts

মেমারিতে পথদুর্ঘটনাঃ প্রাণ হারালো কাকা-ভাইপো

E Zero Point

সিপিএম মিছিলের উপর, তৃণমূল দুষ্কৃতীদের হামলা, জখম ৩

E Zero Point

সংখ্যালঘু সেলের ছাত্রাবাস উদ্বোধন বর্ধমানে

E Zero Point

মতামত দিন