27/04/2024 : 3:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবীরভূম

তারামায়ের আবির্ভাব তিথি উৎসব

জিরো পয়েন্ট নিউজ – সৌগত মন্ডল, বীরভূম, ৩০ অক্টোবর, ২০২০:


বীরভূমের তারাপীঠে শুক্লা চতুর্দশীতে আজ তারামায়ের আবির্ভাব তিথি উৎসব। ১৫৩ বছর পূর্বে বামাক্ষ্যাপা এই তারাপীঠেই তারা মায়ের সাধনায় সিদ্ধিলাভ পায়। আর তখন থেকেই তারাপীঠ শক্তিপীঠ তীর্থক্ষেত্র রূপে চিহ্নিত হয়েছে।

বছরেই এই একটি দিনেই মাতারাকে মূল মন্দির থেকে বাইরে আনা হয়। স্থাপন করা হয় বিশ্রামমঞ্চে। সেখানেই সারাদিন ধরে চলে মায়ের নৈমিত্তিক স্নান, আরতী, পুজোপাঠ, উপাসনা। এই দিনটিতে মায়ের কাছে মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হয়না।সেই জন্য তারাপীঠের সেবায়েত সহ স্থানীয় মানুষজন আজ দিনের বেলায় এখানে অন্ন গ্রহণ করেন না, থাকেন উপবাসী। এই পূণ্য দিনটিকে ঘিরে বিগত বছরগুলিতে বহু ভক্ত সমাগম ঘটলেও এবার করোনা পরিস্থিতিতে ভক্তের সমাগম তুলনায় কম।

Related posts

রক্ষণাবেক্ষণ হোক ইতিহাসের

E Zero Point

মেমারি হাটপুকুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু ১ আহত ২

E Zero Point

শীত তাই জেলা জুড়ে কদর বাড়ছে ভাপা পিঠার

E Zero Point

মতামত দিন