27/04/2024 : 7:45 AM
আমার বাংলাখেলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১০ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিশ গ্রাম আমরা কজনের উদ্যোগে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত । ১৬ টি দল অংশগ্রহণ করেছিল খেলায়।

খেলায় ফাইনালে জয়ী ও বিজয়ী টিম কে আর্থিক পুরস্কারসহ ট্রফি দেওয়া হয়।

খেলাটি শুরু হয় সন্ধ্যা ছটা থেকে। সারা রাত্রি ধরে এই টুর্নামেন্ট।

খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী,মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার,পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ মেহেবুব চৌধুরী ,পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, জেলা পরিষদের ভূমি কর্মদক্ষ শ্যামা প্রসন্ন লোহার।

ক্লাবের সদস্য শেখ বাপ্পা জানান, আমরা এই কাবাডি প্রতিযোগিতা আয়োজন করতে পেরেছি আমাদের গ্রামের সকল মানুষের সহযোগিতায়। আমাদের ক্লাবের পক্ষ থেকে সকল গ্রামবাসীকে ধন্যবাদ। পাশাপাশি এখানে জয়ী, বিজয়ী দলকে আর্থিক পুরস্কারসহ আমরা ট্রফি দেয়া হবে। খেলায় ফাইনালেও ওঠেন বীরভূম জেলার পুরোন্দপুর একাদশ ও মঙ্গলকোট ব্লক এর পালিশ গ্রাম একাদশ।পালিশ গ্রাম একাদশকে ৯ পয়েন্টে পরাজিত করে পুরোন্দপুর একাদশ।

Related posts

দরিদ্রশ্রেণীর জন্য “জনতার হেঁসেল”

E Zero Point

ঠাকুরনগরে বাম ছাত্র- যুবদের রক্তদান শিবির

E Zero Point

মেমারি বিধানসভার তৃণমূল প্রার্থীর রোড শো গন্তারে

E Zero Point

মতামত দিন