29/03/2024 : 5:47 PM
খেলাফুটবল

স্টার্লিংয়ের গোলে শেষ মুহূর্তে জয় ইংল্যান্ডের

উয়েফা নেশনস লিগে জয় দিয়েই নিজেদের মিশন শুরু করল ইংল্যান্ড। তবে আধিপত্য বিস্তার করে খেললেও আইসল্যান্ডের বিপক্ষে জয়টা মোটেও সহজ ছিল না তাদের। অতিরিক্ত সময়ে রহিম স্টার্লিংয়ের পেনাল্টি থেকে করা গোলে কষ্টের জয় পায় ইংলিশরা।

শনিবার আইসল্যান্ড জাতীয় ফুটবল স্টেডিয়ামে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় গ্যারেথ সাউথগেটের দল।

স্টার্লিং পেনাল্টি থেকে গোল করার পরই আইসল্যান্ড সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা পেনাল্টির সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

এর আগে ম্যাচের ৭০তম মিনিটে ওয়াকার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। ৮৯ মিনিটে ১০ জনে পরিণত হয় আইসল্যান্ডও।

ম্যাচের ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে ইংলিশরা। এখানেই তাদের দাপট ফুটে উঠে। যদিও গোলমুখ খুঁজে পেতে পেত কষ্ট করতে হয়ে ম্যাচজুড়ে।

Related posts

ইউএস ওপেনে জয়ের ধারা অব্যাহত, সেমিফাইনালে নওমি ওসাকা

E Zero Point

বড়শুলে দিবারাত্র সিঙ্গেলস ব্যাডমিন্টন প্রতিযোগিতা

E Zero Point

মেমারি সাতগেছিয়ার ক্যারাটে শিক্ষক এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক ভাবে সাহায্য করলো সর্বভারতীয় সংস্থা

E Zero Point

মতামত দিন