জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২ ডিসেম্বর ২০২৪ :
আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পূর্ববর্ধমানের মেমারি ১ ব্লকের গন্তার মাঠে । স্বর্গীয় শৈলেন্দ্রনাথ মল্লিক ও স্বর্গীয় নিতাই চাঁদ সাহা স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতার পরিচালনায় গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাব।
শনিবার খেলায় অনুষ্ঠিত হয় মহাদেব একাদশ ও বর্ধমান লোকো র মধ্যে । খেলায় মহাদেব একাদশ ৫–১ গোলে বর্ধমান লোকো কে পরাজিত করে। জয়ী দলের সাগর হাঁসদা খেলার সেরা নির্বাচিত হয়।
রবিবার খেলায় অনুষ্ঠিত হয় পান্ডুয়া একাডেমি ও কে বি কোচিং সেন্টারের মধ্যে । খেলায় পান্ডুয়া একাডেমি ১ -০ গোলে কে বি কোচিং সেন্টার কে পরাজিত করে। জয়ী দলের সুবীর হাঁসদা খেলার সেরা নির্বাচিত হয়।
গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের সম্পাদক সৌমিত্র চট্টোপাধ্যায় জানান, ৮ই ডিসেম্বর রবিবার প্রথম সেমিফাইনালে বর্ধমান পুলিশ ও পূর্ববর্ধমান বিপিএমএস পরস্পরের মুখোমুখি হবে।