25/04/2024 : 1:25 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলী স্টেশনে চলছে জোড় কদমে প্রস্তুতি

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১০ নভেম্বর, ২০২০:


আগামী কাল বুধবার থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবাষ আর তার আগেই আজ সকাল থেকে পূর্বস্থলী রেলস্টেশন কাউন্টার থেকে দেওয়া হচ্ছে পূর্ববর্তী মান্থলি টিকিটের এক্সটেনডেড পরিষেবা। লকডাউন হঠাৎ করে শুরু হয়ে যাওয়ায় অনেকেরই মান্থলি টিকিটের মেয়াদ ফুরায়নি। আর পূর্ববর্তী মেয়াদের সাথে নতুনভাবে ডেট বাড়িয়ে টিকিট দেওয়ার কাজ শুরু হয়েছে আজ সকাল থেকে। যার ফলে খুশি ট্রেনের নিত্যযাত্রীরা।

পাশাপাশি দীর্ঘদিন ট্রেন না চলার কারণে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। পুনরায় ব্যবসা বাণিজ্য ঠিকমতোই ভাবে চালু করতে পারা যাবে এমনই দাবি রেল যাত্রীদের।

পাশাপাশি স্টেশন চত্বরেই বহু মানুষ ছোটখাটো দোকান চালিয়ে জীবিকা অর্জন করে ট্রেন না চলার কারণে তাদেরই বিক্রিবাট্টা একদম তলানিতে ঠেকেছিল। ট্রেন চলার কথা শুনে তারাও দেখছেন আশার আলো। এর পাশাপাশি পূর্বস্থলী স্টেশন চত্বরে এবং টিকিট কাউন্টারের সামনে রেল এর পক্ষ থেকে গোল দাগ দেওয়া হয়েছে যাত্রীদের দূরত্ব বজায় রেখে ট্রেনে ওঠার জন্য এবং টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানোর জন্য।

Related posts

যথাযথ সম্মানের সাহিত স্বাধীনতা দিবস পালন করল মঙ্গলকোট থানা

E Zero Point

জামালপুর ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে থানায় ডেপুটেশন

E Zero Point

বিশ্ব রক্তদাতা দিবসে সাইকেল মিছিল পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন