24/04/2024 : 6:04 AM
আমার বাংলাপূর্ব বর্ধমানমেমারি

সেভ ওয়াটার সেভ ফিউচার

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৭ ডিসেম্বর ২০২২:


পানীয় জল অপচয় বন্ধ করতে হবে। এই বার্তা নিয়ে মেমারি দু (২)নম্বর ব্লকে সভাকক্ষে শুক্রবার একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত নটি অঞ্চলে ২০২৪ সালের আগেই প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়া হবে পরিশ্রুত পানীয় জল।


রাজ্য সরকারের নেওয়া প্রকল্পের মাধ্যমে এই কাজ চলছে প্রতিটি এলাকায়। পাশাপাশি পানীয় জল অপচয় করা যাবে না। অপচয় বন্ধ করে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। এই বার্তা দেন এই দিনের আলোচনা সভায় উপস্থিত সকলে।


উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাজি,
পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু,
জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রেখা পাত্র সহ পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং প্রধানরা।

Related posts

রাজহাট তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃক্ষরোপন মগরাতে

E Zero Point

মেমারিতে বিজেপির পথসভার মঞ্চ পুড়িয়ে দেয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

E Zero Point

শিশু জলে ডুবিয়ে গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড

E Zero Point

মতামত দিন