26/04/2024 : 2:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ফুটবল খেলায় সফলতা অর্জন করে সিভিক ভলেন্টিয়ার চাকরি ৫ যুবতীর

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৫ নভেম্বর, ২০২০:


গতবছর রাঙ্গামাটি উৎসবে মেমারির সঙ্গে ভাতারের ফাইনাল খেলা হয়েছিল বর্ধমান স্পন্দন কমপ্লেক্স মাঠে।
সেই মাঠে মন্ত্রী স্বপন দেবনাথ কথা দিয়েছিলেন যে ১৮ বছর বয়স হলে ঐ সমস্ত যুবতীদের সরকারি চাকরির ব্যবস্থা করে দেবেন। সেই কথা মতো ভাতের পাঁচ যুবতী সিভিক ভলেন্টিয়ার এর চাকরি পেলেন ভাতার থানায়। খুশি ওই যুবতী।
ওই 5 যুবতীর নাম সাবিনা খাতুন, নুরজাহান খাতুন, মন্দিরা বাঘ , ছন্দা মাঝি ও সোমা মন্ডল।
এরা প্রত্যেকেই এরুয়ার উদয়াচল ওমেন্স স্পোর্ট অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে ফুটবল খেলেন।


মোট ১৫ জন সিভিক ভলেন্টিয়ার এর চাকরি পাবেন বলে জানিয়েছেন। বাকি ১০ জনের বয়স হয়নি বলে এখনো যোগদান করতে পারিনি সিভিক ভলেন্টিয়াররসে।

ক্লাবের সদস্য তথা ভাতার পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ মানগোবিন্দ অধিকার জানান, প্রথমে ৪০ জন মহিলা নিয়ে আমরা এরুয়ার উদায়াচল ক্লাবের পক্ষ থেকে একটি মহিলা ফুটবল টিম তৈরি করি। এই টিম তৈরি করতে গিয়ে আমাকে প্রচন্ড বাধা পেতে হয়েছিল। আমি ঐ সমস্ত পরিবারকে বুঝিয়েছিলাম খেলাধুলা করলে শারীরিক উন্নতি হবে এবং ভবিষ্যৎ ভালো হবে।আমি কথা দিয়েছিলাম ওই মেয়েগুলোর ভবিষ্যৎ গর্বে তাই আজ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে আমার ক্লাবের পাঁচটি মেয়ে সিভিক ভলেন্টিয়ার এর চাকরি পেল।

Related posts

টোটোর দাপটে নাজেহাল মানুষ

E Zero Point

চোরাই ট্র্যাক্টর পাচারের পরিকল্পনা ভেস্তে দিল মেমারি থানা

E Zero Point

রাধাকান্তপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তালাঃ বাইরে বসে বৈঠক করলেন মেমারির বিধায়ক

E Zero Point

মতামত দিন