27/04/2024 : 2:22 AM
আমার বাংলাউত্তর বঙ্গ

প্রকৃতির রূপ রস সৌন্দর্য উপভোগ করতে পর্যটকের ভিড় লেপচা জগতে

জিরো পয়েন্ট নিউজ – মহ: মুস্তফা শেখ, দার্জিলিং, ২ ডিসেম্বর, ২০২০:


কাঞ্চনজঙ্ঘার বিশাল বিস্তৃত রূপের নীল আকাশ জোড়া সৌন্দর্য আর সুউচ্চ পাইনবনের আকাশ ছুঁতে চাওয়া আকৃষ্ট করে পর্যটকদের। কোভিড-১৯ এর ভয় উপেক্ষা করে সাবধানী সৌন্দর্য পিপাসু মানুষেরা সপরিবারে জমা হয়েছেন। উদ্দেশ্য, প্রকৃতির রঙ রূপ এবং রসে মজে  অতিমারী কবলিত বিক্ষিপ্ত এবং বন্দী জীবনকে পুনরূজ্জীবিত করা গত আট মাস ও বন্দি হয়ে পড়েছিল হোটেল মালিক হারিয়েছিল দুটি মূল্যবান সিজন পর্যটকরা পা দেননি রুটি রুজিতে টান পড়েছে পর্যটন ব্যাবসায় জড়িত মানুষরা | আট মাস পড়ে আছে স্হবীর হয়ে পড়ে আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ট্রয় ট্রেন | রোপওয়ে পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে কয়েক লাখ টাকা প্রয়োজন মেরমতের জন্য |

Related posts

কলকাতায় মেধা পাটকরঃ ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়ে সংবিধান বাঁচানোর সংকল্প নিল নাগরিক সমাজ

E Zero Point

বাৎসরিক গ্রাম্য দেব দেবীর পুজো পাল্লারোডে

E Zero Point

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত

E Zero Point

মতামত দিন