27/04/2024 : 9:53 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

অবৈধভাবে ভারতে প্রবেশ করায় চার বাংলাদেশীকে গ্রেফতার

জিরো পয়েন্ট নিউজ – শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা, ৪ ডিসেম্বর, ২০২০:


উওর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগরের বিথারী গ্রামের ঘটনা।

স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ বিথারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় আজ ভোর রাতে হাকিমপুর সীমান্তের ১১২ নম্বর ব্যাটালিয়নের নজরে পড়ে যায় তারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। এক মহিলা সহ তিন পুরুষ কে সীমান্তরক্ষী বাহিনীর আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সীমান্তরক্ষী বাহিনীরা জানতে পারে তারা অবৈধ কাগজপত্র ছাড়াই এ দেশে প্রবেশ করেছিল। তারপর তাদেরকে গ্রেফতার করে স্বরুপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এরপর স্বরূপনগর থানার পুলিশ ওই চারজন বাংলাদেশিকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় ওই চার বাংলাদেশী এদেশে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।

এর পেছনে অন্য বড় কোন দালাল চক্রের হাত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফ ও স্বরুপ নগর থানার পুলিশ।

Related posts

সাধারণ মানুষকে সংবিধানের গুরুত্ব ও কার্যকারিতা জানাতে হবে

E Zero Point

ভ্যাক্সিনেশনের সাথে চারাগাছ বিতরণ ভাতারে

E Zero Point

খোদ পূর্ব বর্ধমানে এখনো ওরা ‘নেই’ রাজ্যের বাসিন্দা

E Zero Point

মতামত দিন