24/04/2024 : 1:50 AM
আমার বাংলা

তৃণমূলের সাথে একত্রে থেকে আলাদা করে দশটি আসনে প্রার্থী দেবে “ইন্ডিয়ান সিটিজেন্স কংগ্রেস”

জিরো পয়েন্ট নিউজ রাজকুমার দাস, কলকাতা, ১৮ জানুয়ারি ২০২১:


মতুয়া ও এস সি এসটি ভাইদের সবকিছু চাহিদা রাজ্য সরকার তেমন ভাবে করতে পারেনি তাই তাঁদের ক্ষোভের সৃষ্টি হয়েছে, তাই গরীব মানুষ বেকার যুবকদের ক্ষোভ সঙ্গত। সংখ্যা লঘুদের প্রতি বঞ্চনার সত্ত্বেও মমতা ব্যানার্জী কে সাপোর্ট করেই আলাদা করে দশটি কেন্দ্রে ভোটের প্রার্থী দিতে আগ্রহ প্রকাশ করেছেন”ইন্ডিয়ান সিটিজেন্স কংগ্রেস”।
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে একথা জানান পার্টির সম্পাদক আব্দুল রহমান মোল্লা,উপস্থিত ছিলেন ডঃ নুরুল হক,আহমেদ আলী,ফিরোজ জুলফিকার সহ অন্যান্য রা।সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে যেনো ভাগাভাগি না হয় সেই দিকে নজর দিতে উক্ত দল বেশ সক্রিয়।আগামী বিধান সভা নির্বাচনে বাংলার বুকে সব ধরণের সাম্প্রদায়িক শক্তিকে রুখতে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি দশটি আসনে ইন্ডিয়ান সিটিজেন্স কংগ্রেস এর প্রার্থীদের জেতানোর আহবান জানিয়েছেন।দলিত আদিবাসী ও সংখ্যালঘু দের কাছে এই আবেদন কতটা ফলপ্রসূ হয় তা আগামী তে বোঝা যাবে।

Related posts

বিজেপি প্রার্থীর প্রচার মন্তেশ্বরে

E Zero Point

ফল ঘোষণার আগেই, তৃণমূল-বিজেপি সংঘর্ষ পূর্ব বর্ধমানে

E Zero Point

কালনা শহর জীবাণুমুক্ত করার কর্মসূচি 

E Zero Point

মতামত দিন