26/04/2024 : 1:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারের বেলেন্ডা গ্রামে ভারতীয় জনতা পার্টির যোগদান কর্মসূচিকে নিয়ে কটাক্ষ সিপিএম ও তৃণমূলের

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ৮ ফেব্রুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে এই প্রথম কোনো জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।
আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভাতারের বেলেন্ডা গ্রামে একটি পথসভা ছিল।সেই পথ সভায় যোগদান করেন ভাতার গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের পঞ্চায়েত সদস্য, সেবা ঘড়ুই।

সদ্য দলে আসা সৌমেন কারফার নেতৃত্বে আজকের এই পথ সভাটি অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন, কনভেনার স্বরূপ গোস্বামী, ৩৪ নম্বর মন্ডল সভাপতি সুচিস্মিতা হাটি, ও যুব নেতা সৌমেন কারফা,

এই যোগদান কর্মসূচি নিয়ে তৃণমূল কংগ্রেসের বেলেন্ডা গ্রামের সক্রিয় নেতা বাবলু শেখ জানান, বিজেপি আজকে যে ঘটনা ঘটল তা হাস্যকর। কারণ ৭ জন গ্রামবাসী ও পনেরোটা নাবালক ছেলে মেয়েদের নিয়ে এই যোগ দান কর্মসূচী হয়েছে এর থেকে লজ্জার কিছু নেই।

অপরদিকে সি,পি,আই,এমের এরিয়া কমিটির শফিকুল ইসলাম জানান, বি,জে,পি টাকার প্রলোভন দেখিয়ে তাদের দলে টানছে নেতা-নেত্রীদের।
আর আজকে যে ঘটনা ভাতারের বেলেন্ডা গ্রামে হয়েছে তা সম্পূর্ণ হাস্যকর। বিজেপির নাম দিয়েছে যোগদান কর্মসূচি, অথচ মাত্র ৭ জন গ্রামবাসীকে নিয়ে যোগদান কর্মসূচি করল। একদম লজ্জাজনক বিষয়। আমার মনে হয় গোটা রাজ্যে এরকম ঘটনা ঘটেনি।

সবমিলিয়ে আজ ভাতার গ্রাম পঞ্চায়েতের বেলেন্ডা গ্রামে ভারতীয় জনতা পার্টির যোগদান কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে।

বিজিপি অবশ্য এর সমস্ত কিছু উড়িয়ে দিয়ে তারা জানান, খুব শিগগিরই শাসকদলের অনেক পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের দলে যোগদান করবে।

Related posts

মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল বালিবোঝাই ডাম্পার

E Zero Point

বলাগড়ে লরির ধাক্কায় মৃত ১

E Zero Point

বৈদ্যপুরে ডিওয়াইএফআই-এর রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন