29/03/2024 : 7:55 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

কেন্দ্রীয় বাহিনী থাকা পরও দ্বিতীয় দফায় বিভিন্ন জায়গায় উত্তেজনা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  ১ এপ্রিল ২০২১:


রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ৪ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, তমলুক, হলদিয়া, মহিষাদল, পাঁশকুড়া-পূর্ব, পাঁশকুড়া-পশ্চিম, ময়না, নন্দকুমার, চণ্ডীপুরের ভোট। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর, খড়গপুর, ডেবরা, পিংলা, সবং, নারায়ণগড়ে ভোটগ্রহণ। বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে নির্বাচন। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও ভোটগ্রহণ।

পশ্চিম মেদিনীপুরের  কেশপুরের বিজেপি প্রার্থীর প্রীতিশরঞ্জন কোনারের গাড়িতে হামলা। গাড়ি ভাঙচুরের অভিযোগ। আক্রান্ত হয়েছে একাধিক সংবাদমাধ্যমের গাড়ি। বুথে ঘোরার সময় গাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

নন্দীগ্রাম বিধানসভা আসনে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। নন্দীগ্রামের বয়ালের একটি বুথে তৃণমূলের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকা। শেষপর্যন্ত পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। পুলিশ থাকলেও আতঙ্কে তৃণমূল কর্মীকে বুথে পাঠাতে অস্বীকার করলেন মা।

নন্দীগ্রামের বাখুয়াবাড় গ্রামের ২৮ নং বুথে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে হুমকি পাচ্ছিলেন ওই বিজেপি কর্মী। তৃণমূলের লাগাতার হুমকির জেরে ওই কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। ওই বিজেপি কর্মীর দেহ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বিজেপি কর্মীরা।

এবার বিজেপির পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দিল শাসকদল তৃণমূল কংগ্রেস । বিজেপির অভিযোগ তাদের পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে পাশাপাশি তাদের মারধর করা হয়েছে ।

 

Related posts

বিজেপির সাংগঠনিক সভা উঁচুলপুকুড়িতে

E Zero Point

পূর্বস্থলী স্টেশনে এসে পৌঁছাল কিষান রেল

E Zero Point

স্ত্রীর সঙ্গে অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ভাতারের এক যুবক

E Zero Point

মতামত দিন