01/10/2022 : 4:53 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

পর্যাপ্ত পরিমাণে করোনা ভ্যাকসিনের দাবীতে মানকর হাসপাতালে ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – শেখ নিজাম আলম, মানকর,  ১ মে ২০২১:


মানকর গ্রামীণ হাসপাতালে ডেপুটেশন — কোভিড প্রটোকল মেনে ও সকলে মুখে মাস্ক পরে ডিওয়াইএফআই গলসি১ আঞ্চলিক কমিটির ডিওয়াইএফআই মানকর ইউনিট ও অন্যান্য গনসংগঠন থেকে মানকর গ্রামিন হাসপাতালে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই আঞ্চলিক কমিটির নেতা কমঃ সুকেশ্বর মেটে সহ স্থানীয় কর্মী সংগঠকরা।

উপস্থিত নেতাদের কে ২ তারিখের ভোটের রাজাল্ট প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তাঁরা বলেন ভোটের হার জেতাতে বাম ছাত্র যুবদের কর্মসূচী ও মানুষের পাশে থাকার কোন ঘাটতি হবে না, আমরা সারা বছরই মানুষের পাশে থাকি ও থাকব।


শুক্রবার ডেপুটেশনের অন্যতম দাবী সমূহ হল,  সকল কে সুষ্ঠ ভাবে ভ্যাকসিনেশন করতে হবে বিন্যামূল্যে। অবিলম্বে সকাল ৮টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করতে হবে। করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সেন্টার করতে হবে। পর্যাপ্ত পরিমানে কোভিড টেস্ট করতে হবে। করোনা ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে দিতে হবে।

Related posts

মেমারিতে পুকুরের জলে বিষ, মৃত মাছের দুর্গন্ধে এলাকাবাসী নাজেহাল

E Zero Point

মেমারি-রসুলপুর ব্যাঙ্ক ডাকাতির মূল পান্ডা এক সিভিক ভলেন্টিয়ার, গ্রেপ্তার আরও ৪

E Zero Point

সোনালী ফসল কেটে ঘরে তোলার পালা চাষীদের

E Zero Point

মতামত দিন