জিরো পয়েন্ট নিউজ – শেখ নিজাম আলম, গলসি, ১ মে ২০২১:
রক্তদান জীবন দান “আমার রক্তে যদি সহযোগিতা করে- মুমূর্ষ রোগীর প্রাণ,তাহলে আমি
কেন করবোনা স্বেচ্ছায় রক্তদান?”
আজ করোনা পরিস্থিতিতে রাজ্য সহ গোটা দেশে যে রক্ত সংকট চলছে, তারই ঘাটতি মেটাতে গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ার সোসাইটি ও স্বপ্ন নিয়ে মানব কল্যানে পরিবার এর যৌথ প্রচেষ্টায় গলসি সারদা ভবনে রক্তদান শিবির আয়োজিন করা হয়।
এই রক্তদান শিবিরে ৩ জন মহিলা ও ৪৯ জন পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গলসি ২ নম্বর ব্লকের বিডিও সঞ্জীত সেন মহাশয় ও গলসি বর্ধমান আব্দুল কালাম ওয়েলফেয়ারি সোসাইটির সম্পাদিকা -সাবিনা খাতুন ও কোষাধ্যক্ষ-কার্ত্তিক সাম সহ অনেকে।