26/04/2024 : 3:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ১ টাকায় ১ পোয়া দুধ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২৩ মে ২০২১:


লকডাউনে বিক্রি হচ্ছে না দুধ।  বহুজাতিক সংস্থা গুলিও দুধ নেওয়া বন্ধ করেছে নোটিশ ছাড়াই, কয়েকদিন আগেই এইনিয়ে বিক্ষোভ দেখায় গোয়ালারা জৌগ্রামের রেড কাউ কোম্পানির গেটের সামনে।

স্থানীয় বাজারে ৬০/৭০টাকায় দই মিলছে এই দুধের প্রতুলতার জন্যই। অপরদিকে লকডাউনে কাজ হারিয়ে অনেক গরীব মানুষ তার বাড়ির বাচ্ছার দুধের সংস্থান করতে অপারাগ হচ্ছে এই মহুর্তে।

দুই সমস্যার এক সাথে সমাধান করতে উদ্যোগি হল পল্লিমঙ্গল সমিতি, স্থানীয় গোয়ালাদের উদ্বৃত্ত দুধ নূন্যতম দামে (তাদের খরচ টুকু দিয়ে) কিনে তা মাত্র ৪টাকা প্রতি কেজি অর্থ্যাৎ মাথা পিছু মাত্র ১টাকায় ১পোয়া দুধ দেওয়ার ব্যবস্থা করেছে প্রত্যহ।

সমিতি প্রাঙ্গনে বিকাল ৪.৩০টা থেকে ৫.৩০টা অবধি মিলবে এই সুবিধা , স্থানীয় গরীব বাচ্ছারা যাতে এই করোনা কালে সুষম আহার পায় এবং গোয়ালাদেরও এই অসুবিধা থেকে কিছুটা বের করে আনা যায় তার জন্যই এই উদ্যোগ বলে জানান সংস্থার সাধারণ সম্পাদক সন্দীপন সরকার।

Related posts

মেমারি প্রিমিয়ার লিগের উদ্বোধন

E Zero Point

জৌগ্রামে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু, পথ অবরোধ

E Zero Point

‘সোজা বাংলায় বলছি’ – তৃণমূল কংগ্রেসের ভিডিও প্রচার

E Zero Point

মতামত দিন