জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ১৯ জুন ২০২১:
কয়েকদিনের বৃষ্টিপাতে জলস্তর বেড়ে গেছে কাটোয়া নদীতে। কাটোয়া শাখায় ফেরি জলস্তর বেড়ে যাওয়ায় অস্থায়ী ফেরিঘাট বানিয়ে কাটোয়া শাখায় ফেরি পারাপার করায় নিরাপত্তার দাবী যাত্রীদের। বিপদজনক ভাবে পারাপার করা হচ্ছে অভিযোগ যাত্রীদের।
দীর্ঘ দিনের ভগ্ন বিপদজনক ফেরিঘাট বর্তমানে জলমগ্ন। যাত্রী সুরক্ষার কথা ভেবেই আসল ফেরিঘাট থেকে কিছুটা দূরে এই অস্থায়ী ফেরী ঘাট বানানো হয়েছে। জলমগ্ন হয়ে গেছে কাটোয়া শাখায় ফেরিঘাটের চাতাল।একারণেই ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে অস্থায়ী ফেরিঘাট বানিয়ে যাত্রী পারাপার করানো হচ্ছে।