24/04/2024 : 1:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – শেখ রতন, বর্ধমান, ১৯ জুন ২০২১:


চলছে করোনা মহামারী এই সময় কালীন সরকারি ও বেসরকারি ব্লাড ব্যাংকে চলছে রক্তের সংকট এই রক্তের সংকট মেটাতে উদ্যোগ নিলেন বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার আজ বর্ধমান শহরের বিদ্যার্থী বয়েজ ভবন হাইস্কুলের এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এইদিন রাজনীতি জাতপাত না দেখে রক্তের সংকট মিটাতে এগিয়ে আছেন বহু মানুষ এই দিনে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।

এই রক্ত তুলে দেয়া হয় শিব শংকর সেবা সমিতির হাতে এই দিন উপস্থিত ছিলেন বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারও বর্ধমান জেলার মহিলা নেত্রী শিখা সেন গুপ্ত বর্ধমান শহর যুব সভাপতি শুভায়ু সাহা ও বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আইনুল হক মেহেবুব রহমান বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস ও বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস ও তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ববৃন্দ।

Related posts

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মশাগ্রাম রেলস্টেশনে অবস্থান বিক্ষোভ

E Zero Point

এস.আই সঞ্জয় সিং-এর পর আরও দুই কনস্টেবল করোনা আক্রান্ত মেমারি থানায়

E Zero Point

রাজ্য ও পূর্ব বর্ধমানে একদিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ, বাড়াচ্ছে উদ্বেগ

E Zero Point

মতামত দিন