27/04/2024 : 2:51 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তেলের দাম বৃদ্ধি, কালনায় বাস চালু হলো না

জিরো পয়েন্ট নিউজ রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১ জুলাই ২০২১:


বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ মতো বাস পরিষেবা, অটো, টোটো চালু হবার কথা, টোটো অটো চালু হলেও বাস পরিষেবা সেই ভাবে চালু হয়নি, কালনা বাস স্ট্যান্ড ইউনিয়নের সেক্রে়টারি অঞ্জন চ্যাটার্জী বলেন তেলের দাম যে ভাবে বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে বাস চালু করা সম্ভব নয়।

বাস মালিকরা রাজি হচ্ছে না বাস চালাতে তবে জনগণের স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নির্দেশ মতো বাস পরিষেবা চালু করতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে বাস ভাড়া বাড়ানো কোনো মতেই সম্ভব না, অন্য দিকে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছে, ট্রেনের টিকিট কাউন্টার বন্ধ থাকা সত্ত্বেও জরুরি কাজের জন্য সাধারণ মানুষ বিনা টিকিটে ট্রেনে চাপতে বাধ্য হচ্ছে।

Related posts

গলসিতে ২০ বছরের যুবক করোনা পজিটিভ

E Zero Point

মর্ডান আইসিইউ ইউনিটের উদ্বোধন মালদায়

E Zero Point

বড়পলাশনে পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ, আজ মেমারি থানা এলাকায় সাতগেছিয়া সহ ২ জন করোনা আক্রান্ত

E Zero Point

মতামত দিন