29/03/2024 : 4:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জাতীয় চিকিৎসক দিবসে মেমারির বিধায়কের পক্ষ থেকে সম্মানজ্ঞাপন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২ জুলাই ২০২১:


শুধু এই করোনাকালেই নয় যুগে যুগে মানুষের যেকোন মহামারীর সময়ই চিকিৎসকরা মনুষ্যসমাজের অস্তিত্ব রক্ষায় নিজেদের জীবন বিপন্ন করে এগিয়ে এসেছে। ১লা জুলাই আজ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মুত‍্যুদিন উপলক্ষ্যে ১৯৯১ সালের জাতীয় চিকিৎসক দিবস হিসাবে স্বীকৃতি পায়।

এই জাতীয় চিকিৎসক দিবসে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ‍্যোগে মেমারি গ্রামীন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সম্মান জানানো হয়। বৃহস্পতিবার ব্লক ত‍ৃণমূল অফিসে ডাঃ বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল‍্যদান করেন তৃণমূল নেতৃত্ব এরপর বিধায়কের পক্ষে চিকিৎসকদের শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সহ সভাপতি সন্দীপ পরামানিক ও মহঃ সাজাহান, শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার সহ অন‍্যান‍্য নেতৃত্ব।


শুধমাত্র মেমারি হাসপাতালে কর্মরত চিকিৎসকই নয় তাদের সাথে নার্স, এ‍্যাম্বুলেন্স চালকদেরও চিকিৎসা পরিষেবায় সহায়ক হিসাবে শুভেচ্ছা জানানো হয়।

Related posts

উপহারে অক্সিজেন !

E Zero Point

অরঙ্গাবাদে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিবাদ সভা

E Zero Point

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৭৬ জন, সুস্থ ৩৪ জন

E Zero Point

মতামত দিন