25/04/2024 : 7:01 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি তদন্তে কমিশন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৭ জুলাই ২০২১:


ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি তদন্ত করে দেখতে বর্ধমানে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তকারী দল। চারদিন ব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ঘুরে তদন্ত করেন তাঁরা।

বুধবার বর্ধমানের কাঞ্চননগর, রথতলা, গোদা,বারোদোওয়ারি, সাধনপুরের আলুডাঙা রাজনৈতিক হিংসায় আক্রান্তদের বাড়ি বাড়ি ঘোরে কমিশনের দল।

হিংসার অভিযোগ নিয়ে কথা বলেন আক্রান্তদের সাথে। এর পর তারা জেলাপুলিশ সুপার অফিস ও ডি.আই.বি দপ্তরে যান, অভিযোগের বিষয়ে আলোচনা করেন তারা। তদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা করবেন তাঁরা। এদিন কমিশনের সঙ্গে তদন্তে পূর্ন সহযোগীতা করতে বর্ধমান জেলাপুলিশের পক্ষ থেকে আই.সি বর্ধমান ও ডি.এস.পি সৌভিক পাত্র।

Related posts

সমবায় নির্বাচনের নমিনেশন ফাইলঃ পুলিশের রুট মার্চ শ্রীধরপুরে

E Zero Point

অসহায় মানুষের পাশে মেমারির স্বপ্ন ফাউন্ডেশন

E Zero Point

রাজ্য সরকারের লকডাউনে শুনশান মেমারি সোনাপট্টী

E Zero Point

মতামত দিন