23/04/2024 : 4:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহাওড়া

সারা ভারতে হিন্দুরা বিপদে পড়েছে, দেশের নারীদের নিরাপত্তা দিতে হবেঃ প্রবীণ তোগাদিয়া

জিরো পয়েন্ট নিউজ –  হাওড়া, ২৭ এপ্রিল ২০২৩:


বৃহস্পতিবার আন্তর্জাতিক হিন্দু কাউন্সিলের প্রতিষ্ঠাতা প্রবীণ তোগাদিয়া তার সংগঠনকে আরও শক্তিশালী করতে হাওড়ার শিবপুর বি গার্ডেন থানার অন্তর্গত বিই কলেজ এলাকায় পৌঁছেছিলেন। তিনি বলেন যে আমাদের মন্দিরে এবং আমাদের বাড়িতে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা উচিত এবং সংগঠনের সাথে জড়িত প্রতিটি ব্যক্তিকে অন্যের কাছে গিয়ে তাদের বাড়ি থেকে এক মুঠো শস্য সংগ্রহ করে দরিদ্র মানুষকে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, হনুমান চালিসা পাঠ করে মানুষের মধ্যে শক্তি ভরানোর কাজও নিরাপত্তা ও ওষুধের ব্যবস্থা করা হবে। আগামী ৩০ থেকে ৩৫  বছরের মধ্যে আমরা সচেতন না হলে ভারত ঘুরে দাঁড়াবে। তাই আমাদের এখন থেকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে।


রাম নবমীর মিছিলে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শুধু বাংলার জন্য বলব না, সারা দেশের হিন্দুরা বিপদে পড়েছে। কেন রথযাত্রায় বারবার হামলা হচ্ছে। শুধু হিন্দুরা ভিকটিম আর জিহাদি হামলাকারী। হিন্দুরা আগ্রাসী হলে ঈদ-ই-মিলাদ ও রমজানে হামলা হতো, এমনটা দেশের কোথাও হয় না, কেন হামলা হয় শুধু রাম নবমীতে, জিহাদিরা এর জন্য দায়ী। দেশের কোথাও যেন পুলিশের ওপর হামলা না হয়, পুলিশ সরকারের অংশ। দেশের প্রতিটি কোণায় নারীরা নিরাপদ নয়, লাখ লাখ নারী নির্যাতনের শিকার, নারীদের সুরক্ষা দিতে হবে।

Related posts

জামালপুর থানার মুসুন্দায় যুবকের মৃতদেহ

E Zero Point

মেমারিতে দুয়ারে শিবিরে প্রশাসনিক আধিকারিকরা

E Zero Point

স্বাধীনতা দিবসে বর্ধমানে মালা পেলেন না নেতাজী

E Zero Point

মতামত দিন