24/04/2024 : 6:02 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

উনুনে রুটি সেঁকে মূল্যবৃদ্ধির প্রতিবাদ

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ২৬ জুলাই ২০২১:


মাটির উনুনে খড়ি দিয়ে রান্না করে অভিনব কায়দায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানালো মালদা জেলা আরএসপি নেতৃত্ব। সোমবার মালদা শহরের ফোয়ারা মোড়ে এই আন্দোলন কর্মসূচিতে শামিল হন সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি এর বিরুদ্ধে সরব হয়েছেন। ঠিক সেই রকমই সোমবার সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে অবস্থান বিক্ষোভ করে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানালো মালদা জেলা আরএসপি নেতৃত্ব। গ্যাস সিলিন্ডারে মালা পরিয়ে এবং মাটির তৈরি উনুনের রুটি ভেজে অভিনব কায়দায় বিক্ষোভ দেখান উপস্থিত নেতৃত্ব। তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।

Related posts

নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

মেমারিতে জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস পালন

E Zero Point

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নাদনঘাটে

E Zero Point

মতামত দিন