06/05/2025 : 8:21 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনাদনঘাটপূর্ব বর্ধমানপূর্বস্থলী

২৩ কেজি গাঁজা উদ্ধার পূর্ব বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৩০ জুলাই ২০২১: 


গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নাদনঘাট থানার পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তি সমেত ২৩ কেজি গাঁজা উদ্ধার করল. ধৃত ওই ব্যক্তির নাম কাজী জহিরুল আলম এলিয়াজ রাজ, বাড়ি কেতুগ্রাম থানার অন্তর্গত মোড়গ্রাম এলাকায়, গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ নাদনঘাট থানার কালীতলা কালভার্টের পাশ দিয়ে দুই ব্যক্তি একটি মোটরবাইক করে গাঁজা নিয়ে যাচ্ছিল, তখনই নাদনঘাট থানার পুলিশ তাঁদের মধ্যে মোটরবাইকের পিছনে বসে থাকা ব্যক্তিকে ধরে ফেলে।

মোটরবাইক চালক পালিয়ে যায়, নাদনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, এই ব্যক্তি বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে কেতুগ্রাম থেকেই গাঁজা বিক্রির কারবার চালাতেন। এদিন ধৃতকে বর্ধমান নারকটিস আদালতে দশ দিনের পিসির আবেদন চেয়ে পাঠানো হয় শুক্রবার।

Related posts

মেমারিতে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

E Zero Point

জেলা সুভাষ উৎসব মেমারিতে

E Zero Point

নবদ্বীপ স্টেশনে আজ বিভিন্ন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা র ডেপুটেশন

E Zero Point

মতামত দিন