25/04/2024 : 3:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

যুব কংগ্রেস কর্মী মানস ব‍্যানার্জীর শহীদ দিবস পালন বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৩ অগাষ্ট ২০২১:


নব্বই দশকে গন আন্দোলনে নিহত যুব কংগ্রেসের কর্মী মানস ব‍্যানার্জীর শহীদ দিবস শ্রদ্ধার সাথে পালন করা হলো । বর্ধমান পৌরসভার ২৯নম্বর ওয়ার্ডে মানস ব‍্যানার্জীর স্মৃতিরক্ষা কমেটির পক্ষ থেকে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রতিকৃতিতে মাল‍্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপস্থিত তৃনমূল কংগ্রেসের কর্মীসমর্থকেরা । বর্ধমান পৌরসভার ২৯নম্বর ওয়ার্ডে প্রতিবারের মতো এবারেও এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয় ।

উপস্থিত ছিলেন মানস ব‍্যানার্জীর স্মৃতিরক্ষা কমেটির আহ্বয়াক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্বল প্রমানিক। এছারাও উপস্থিত ছিলেন ২৯নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রমানিক সহ অনান‍্য তৃনমূল কংগ্রেসের নেতৃত্বরা । মানস ব‍্যানার্জীর প্রতিকৃতিতে মাল‍্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করলেন উপস্থিত সকলে । গন আন্দোলন করতে গিয়ে কিভাবে খুন হন মানস ব‍্যানার্জী, তার কর্মকাণ্ড কি ছিলো সমস্ত বিষয় উত্থাপন করে বর্তমান সময় কর্মীদের কাছে তার কর্মজীবন সম্পর্কে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ।

Related posts

ব্যান্ডেল কাটোয়া শাখার বাঘনাপাড়া স্টেশনে টিকিট নিয়ে বিপত্তি

E Zero Point

শ্রীরাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কমিটি গঠন বর্ধমানে

E Zero Point

ভাতারে গুপ্ত বাড়ি লক্ষীপূজা সর্বজনীন পূজার রূপ নিয়েছে

E Zero Point

মতামত দিন