06/05/2025 : 8:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বন্যা কবলিত মানুষদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – শেখ রতন, বর্ধমান, ৩ অগাষ্ট ২০২১:


বেলকাশ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ হালিমের উদ্যোগে বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির বেলকাশ গ্রাম পঞ্চায়েতের ধরম পুর এলাকায় বন্যা কবলিত মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো ধরম পুর তৃণমূল যুব কংগ্রেস কমিটি।এদিন প্রায় সারে চার শতাধিক বন্যা কবলিত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তারা।সেখ হালিম ছাড়াও এদিনের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েত প্রধান জাহানারা খাতুন, উপ প্রধান মানিক নন্দী সহ অন্যান্যর।

অবিরাম বৃষ্টি কারনে জলমগ্ন গোটা ধরম পুর এলাকা।বর্ষার কারণে কর্মহীন হয়ে আছেন বেলকাশ গ্রাম পঞ্চায়েতের ধরম পুর এলাকার কয়েক হাজার মানুষ। এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সেখ হালিমের উদ্যোগে মঙ্গলবার খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।বেলকাশ অঞ্চলের যুব সভাপতি সেখ হালিম বলেন অবিরাম বৃষ্টির কারনে যে জলমগ্ন হয়ে পড়েছে সেই সমস্ত মানুষদের পাশে থাকতে নিজের উদ্যোগে এই খাদ্য সামগ্রী তুলেদি।কারণ গোটা রাজের বিভিন্ন এলাকায় যেমন জলমগ্ন হয়েছে সব জায়গায় সরকারের উদ্যোগে দেওয়া সম্ভব নয়। তাই সকলের পাশে থাকতে আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ। আগামী দিনেও মানুষের পাশে থাকতে এই ধরনের অনুষ্ঠান করা হবে বলে জানান সেখ হালিম।

Related posts

করোনা জয় করে বাড়ি ফিরলো চুঁচুড়ার এক শিক্ষক

E Zero Point

চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির নতুন সভাপতি

E Zero Point

আসন্ন দুর্গাপুজোর নিয়ম-শৃঙ্খলা নিয়ে মন্তেশ্বর থানায় প্রশাসনিক বৈঠক

E Zero Point

মতামত দিন