জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৫ অগাষ্ট ২০২১:
আজ এদেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। তাই মঙ্গলকোট থানার আই,সি পিন্টু মুখার্জির উদ্যোগে মঙ্গলকোট ব্লক হসপিটালে ভর্তি থাকা সমস্ত রোগীদের ফল বিতরণ করা হলো। খুশির রোগী ও রোগীর পরিবারের লোকজন।
অপরদিকে ভাতার থানার পক্ষ থেকে ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি তিনি ভাতার স্টেট জেনারেল হসপিটালে ফল বিতরণ করেন। যে সমস্ত রোগী ভর্তি রয়েছেন সেই সমস্ত রোগীদেরকে এই ফল বিতরণ করা হয় ।উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জি সহ হসপিটালের দায়িত্বে থাকা ডাক্তারবাবু। সবমিলিয়ে আজকে স্বাধীনতা দিবসের দিনে পুলিশকর্মীরা মানুষের পাশে দাঁড়াতেই খুশি স্থানীয় মানুষজন ।