03/02/2023 : 2:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বৃদ্ধাশ্রমে ইন্ডিয়ান অয়েল এর ৬২ তম জন্ম দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১ সেপ্টেম্বর ২০২১: 


বুধবার পূর্বস্থলী ১ ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত দামোদর পাড়া সমাজ কল্যাণ হোম অনাথ ও বৃদ্ধাশ্রমে ইন্ডিয়ান অয়েল এর ৬২ তম জন্ম দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সাধনপুর অলকা ইন্ডিয়ান সার্ভিস এর পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন সাধনপুর অলকা ইন্ডিয়ান অয়েলের কর্ণধার মহিম কুন্ডু, অমরেশ কুন্ডু সহ পরিবারের সদস্য। এদিন ১৯ জন বৃদ্ধাশ্রম এর অনাথ শিশু ও বৃদ্ধাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

সাধনপুর অলকা ইন ইন্ডিয়ান অয়েল সার্ভিসের কর্ণধার মহিম কুণ্ডু তিনি জানান, এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে তৈরি বিদ্যানগর বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের শিশুদের নিয়ে এদিন ৬২ তম ইন্ডিয়ান অয়েলের জন্মদিবস পালন করা হল তাদের সাথে. সারাদিন অনাথ আশ্রমের শিশুদের নিয়ে এই অনুষ্ঠানটি করা হয়। তাদের জন্য বস্ত্রবিতরণ এবং কিছু দুপুরে খাদ্যদ্রব্যর ব্যবস্থা করা হয়।


Related posts

মেখেলিগঞ্জ ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার সভা

E Zero Point

নারদা কেসঃ মেমারিতে ধর্নায় বসলেন তৃণমূল নেতৃত্ব

E Zero Point

কোনো মিথ্যা তথ্য নয় গত পাঁচ বছরের উন্নয়ণের রিপোর্ট কার্ডঃ বিধায়ক অভেদানন্দ থাণ্ডার

E Zero Point

মতামত দিন