24/03/2023 : 12:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি কৃষ্ণপুরে বাস দুর্ঘটনা

জিরো পয়েন্ট নিউজ মেমারি ৩ সেপ্টেম্বর ২০২১:


মেমারি কৃষ্ণপুর এলাকায় ঘটে গেল এক বিশাল দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে তক্তিপুর মোড়ের কাছে.। একটি বাস দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে,বাসটি আসছিল সাতগেছিয়া থেকে মেমারি, বাসটির গতি স্বাভাবিক ছিল।বাসটির তক্তিপুর এর কাছে যখন আসে, তখন বাসের সামনের ডানদিকের চাকাটি বাস্ট হয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে।

দোকানের সেরকম ক্ষয়ক্ষতি না হলেও দোকানটি ভেঙে গেছে অল্প, এবং বাসের অনেকেই আহত হয়েছে। বাস ড্রাইভার এর অবস্থা গুরুতর। বাস ড্রাইভারকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।



Related posts

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত ভাতার

E Zero Point

রাস্তায় ধান বীজ পুঁতে বিজেপির বিক্ষোভ আরামবাগ পৌর শহরে

E Zero Point

পান্ডুয়া কলকাতা বাস পরিষেবার শুভ উদ্বোধন

E Zero Point

মতামত দিন